Wellcome to National Portal
Main Comtent Skiped

যোগাযোগ

‘‘উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস’’কমলনগর, লক্ষ্মীপুর।

ঢাকা হতে বাসযোগে (ইকোনো, ঢাকা এক্সপ্রেস, জোনাকি ইত্যাদি) লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হলের সামনে নামতে হবে, ঠিক তেমনি চিটাগাং এবং কুমিল্লা থেকে বাসযোগে ঝুমুর ষ্টেশনে নামতে হবে,এমনিভাবে বাংলাদেশের যেকোন স্থান থেকে বাস কিংবা যেকোন বাহনযোগে ঝুমুর ষ্টেশন এ নামতে হবে, এরপর সেখান থেকে রামগতি গামীলোকাল বাসেকিংবা সিএনজি অথবা যেকোন বাহনে লক্ষ্মীপুর-রামগতি সড়ক দিয়ে এসে কমলনগর উপজেলা চত্ত্বরের সামনে নামতে হবে, আর এভাবেই উপজেলা চত্ত্বরের চতুর্থ তলায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার এর কার্যালয়।